
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমার। আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। সোমবার কেজরিওয়ালের বাড়িতেই এই হেনস্থার ঘটনাটি ঘটে বলে অভিযোগ দায়ের করেছিলেন স্বাতী। শনিবার দুপুরে বৈভবকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তাঁকে পুলিশে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে। যদিও বৈভব কুমারের আইনজীবী করণ শর্মা জানিয়েছেন পুলিশকে একটি ইমেল করা হয়েছে। সেখানে তদন্তে সহযোগিতার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনীতিতে ঝড় বয়ে যায়। কেজরিওয়ালের নীরবতা নিয়ে বিজেপি তাঁকে তীব্র আক্রমণ করে। এমনকি কেজরিওয়ালকে প্রধান ক্রিমিনাল বলেও অভিহিত করেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।